আপনি কি SSC MTS ২০২৪ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? এইভাবে সময়কে কাজে লাগান, ফলাফল ভালো আসবেই

mts exam time management
SSC MTS Exam 2024 Time Management: 

প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার জন্য সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা SCC MTS পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময় ব্যবস্থাপনা খুবই চিন্তার বিষয়। যেহেতু এই পরীক্ষা অনলাইনে নেওয়া হবে তাই অতিরিক্ত সময়ের কোন সুযোগ থাকবে না।

সঠিকভাবে সময় ব্যবহার না করলে এই পরীক্ষায় ভালো ফলাফল আনা সম্ভব নয়। এই SCC MTS ২০২৪ পরীক্ষার জন্য সময় ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করছি। 

সময় ব্যবস্থাপনার গুরুত্ব 

সঠিক সময় ব্যবস্থাপনা করলে আপনি যেমন একদিকে পরীক্ষার সময় ভালোভাবে প্রস্তুত নিতে পারবেন, অন্যদিকে আপনার আত্মবিশ্বাস বেড়ে উঠবে। পড়াশোনা শুরু করার সময় সহজ বিষয়গুলো দিয়ে শুরু করুন এটি আপনাকে প্রস্তুতির ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে এবং মনোবল বাড়াবে।

SCC MTS পরীক্ষার প্যাটার্ন ভালোভাবে বুঝে নিন, প্রতিটি অংশের জন্য কতটুকু সময় বরাদ্দ থাকবে এবং কি ধরনের প্রশ্ন আসবে সেটি ভালোভাবে বুঝে উঠুন আগে।

কৌশলগত স্টাডি প্ল্যান তৈরি করুন 

SCC MTS ২০২৪ পরীক্ষায় সফল হওয়ার জন্য একটি কৌশলগত স্টাডি প্লান তৈরি করুন। প্রয়োজন অনুযায়ী লক্ষ্য স্থির করে সময়টাকে ভাগ করে নিন, কোন সময় কোন বিষয় পড়বেন সেটি আলাদাভাবে রুটিন তৈরি করে নিন। এতে আপনি কোন চাপ ছাড়াই সময় মত সব পড়াশোনা শেষ করতে পারবেন। কোন পড়ার ঘাটতি থাকবে না। 

নিজের স্টাডি সিডিউল করুন 

একটি সুস্পষ্ট স্টাডি সিডিউল তৈরি করুন। তাতে প্রতিটি বিষয়ের জন্য নির্দিষ্ট সময় নিজেই ঠিক করুন। এতে আপনার নির্দিষ্ট বিষয়ের প্রতি পড়ার ফোকাস ঠিক থাকবে এবং শেষ মুহূর্তে পড়াশোনার জন্য আর তাড়াহুড়ো থাকবে না। 

গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর বেশি জোর দিন 

সব বিষয় যে সমান গুরুত্বপূর্ণ এমনটা নয়। পূর্ববর্তী পরীক্ষার প্রশ্নপত্রগুলি ঘাটুন, দেখুন কোন বিষয়গুলি থেকে বেশি প্রশ্ন এসেছে। এগুলো থেকে আপনি বুঝতে পারবেন কোন বিষয়গুলি বেশি গুরুত্বপূর্ণ। বারবার আসা প্রশ্নগুলি, যেগুলো আপনার কাছে কঠিন মনে হয় সেগুলোর উপর সবসময় বেশি গুরুত্ব দিন। 

দৈনিক এবং সাপ্তাহিক লক্ষ্য স্থির করুন 

আপনার দৈনন্দিন পড়াশোনার জন্য বাস্তবসম্মত লক্ষ্য স্থির করুন। প্রতিদিন এক একটি বিষয়ে পড়ার লক্ষ্য রাখুন। একদিনে সব বিষয়ে একসঙ্গে পড়তে যাবেন না। নির্দিষ্ট সংখ্যক প্রশ্ন সমাধান করার টার্গেট রাখুন এবং সেই টার্গেটটা প্রতিদিন পূরণ করুন। 

বিরতি নিতে ভুলবেন না 

প্রতি ১ ঘণ্টা পড়ার পর ৫-১০ মিনিটে ছোট বিরতি নিন। এটি আপনার মস্তিষ্ক সতেজ রাখবে এবং পড়ার মনোযোগ বাড়াবে। আপনি যদি বিরতি না নিয়ে একটানা পড়ে যান তাহলে আপনার কিছুই মনে থাকবে না এবং একটা সময় আপনার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেবে। 

স্টাডি টেকনিক হিসেবে পড়ুন 

SCC MTS পরীক্ষার সিলেবাস দ্রুত আয়ত্ব করার জন্য একটি লার্নিং এবং নিয়মিত প্র্যাকটিস অত্যন্ত কার্যকরী। পোমোডোরো পদ্ধতি অনুসরণ করে ছোট ছোট সেশন করে পড়ুন। একটানা অনেকক্ষণ পড়তে যাবেন না।

এছাড়াও মক টেস্ট এবং পূর্ববর্তী বছরের প্রশ্নপত্রের সাহায্যে নিজেকে পরীক্ষা করুন, নিজেকে যাচাই করুন। 

সহজ প্রশ্নগুলো দিয়ে শুরু করুন 

পরীক্ষায় সহজ প্রশ্নগুলোর আগে উত্তর দিন। যে প্রশ্নগুলোর উত্তর আপনি সঠিক জানবেন সেই প্রশ্নগুলির উত্তর আগে দেওয়ার চেষ্টা করুন। এতে আপনার সময় নষ্ট হবে না। এই পদ্ধতি আপনাকে দ্রুত কিছু নম্বর অর্জন করতে সাহায্য করবে এবং পরে কঠিন প্রশ্নের মুখোমুখি হওয়ার জন্য সময় বাঁচিয়ে রাখবে। 

পড়ার পরিবেশকে সঠিকভাবে তৈরি করুন 

একটি পরিষ্কার এবং সুসংগঠিত পড়ার পরিবেশ তৈরি করলে এটি আপনার মনোযোগ বাড়ায়। সমস্ত পড়া সরঞ্জাম হাতের কাছে রাখুন এবং প্রয়োজনীয় নোটস বা বইগুলোকে সঠিকভাবে সাজিয়ে রাখুন। এতে কোন জিনিস খুঁজতে সময় নষ্ট হবে না এবং মনোযোগ ধরে রাখতে পারবেন। 

অ্যাপ ব্যবহার করে স্টাডি সিডিউল করুন 

ডিজিটাল টুলস বা অ্যাপ ব্যবহার করে আপনার সময় সঠিক ব্যবস্থাপনা করতে পারেন। ক্যালেন্ডার অ্যাপের সাহায্যে পড়াশোনা সিডিউল তৈরি করে নিন এবং সময়মতো সেই সিডিউল পড়ার কাজে ব্যবহার করুন 

ভারসাম্যপূর্ণ জীবনধারা বজায় রাখুন 

SCC MTS পরীক্ষায় সফল হওয়ার জন্য শুধুমাত্র পড়াশোনা করলেই হবে না। নিজের শরীরের প্রতি খেয়াল রাখুন, শরীর চর্চা করুন এবং মানসিকভাবে সুস্থ থাকুন। পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং দৈনিক শরীরচর্চা এই সময় খুবই গুরুত্বপূর্ণ।

পর্যাপ্ত ঘুমান 

বেশি রাত জেগে পড়ার কোন দরকার নেই। প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা ভালোভাবে ঘুমান। মস্তিষ্ক সতেজ থাকলে পড়াশোনার কার্যকারিতা অনেক বেড়ে যায়। 

পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন 

আপনার খাদ্য তালিকায় ফল, শাকসবজি, দানাশস্য এবং প্রোটিন যুক্ত খাবার অন্তর্ভুক্ত করুন। অতিরিক্ত ফাস্টফুড বা জাঙ্ক ফুড ইত্যাদি এড়িয়ে চলুন। সবসময় পুষ্টিকর খাদ্য গ্রহণ করুন, তাহলে আপনার মস্তিষ্ক অনেক সতেজ থাকবে এবং শরীরও ঠিক থাকবে। 

শরীরচর্চা করুন 

দৈনিক কমপক্ষে ৩০ মিনিট হাঁটুন, যোগ ব্যায়াম করুন বা অন্যান্য কোন শারীরিক কার্যক্রম করুন। এটি আপনার মনোযোগ বাড়াবে এবং শরীর ঠিক থাকবে এছাড়া আপনার পড়াশোনায় শক্তি যোগাবে।

পরীক্ষার সিলেবাস

SCC MTS টায়ার-১ পরীক্ষায় যে যে বিষয়ের উপর প্রশ্ন থাকবে সেগুলি হল- 

  • General Intelligence & Reasoning
  • Numerical Aptitude
  • General English
  • General Awareness

উপরের টিপসগুলি যদি আপনি ফলো করেন তাহলে নিঃসন্দেহে SCC MTS ২০২৪ পরীক্ষায় ভালো ফলাফল করবেন। 

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন