Chakrir Prostuti
wbpsc headmaster recruitment
আপনারা যারা যারা প্রধান শিক্ষক হতে চান সেই সমস্ত প্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। নিম্নোক্ত পদে সরাসরি নিয়োগের জন্য নির্ধারিত ফরম্যাটে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
পদের নাম
Headmaster in west bengal education service under school education department. Government of west bengal.
Headmistress in west bengal education service under school education department. Government of west bengal.
আরও পড়ুন- General Knowledge Mock Test in Bengali Part 11
শূন্যপদ
- মোট শূন্যপদের সংখ্যা 38টি
- প্রধান শিক্ষক: 36
- প্রধান শিক্ষিকা: 02
- আবেদন প্রাপ্তির শেষ তারিখ: 07.05.2024 (বিকাল 3 টা পর্যন্ত)
- অনলাইনের মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ: 07.05.2024 (বিকাল 3 টা পর্যন্ত)
- অফ-লাইনের মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ: 08.05.2024
16.04.2024 থেকে কমিশনের ওয়েবসাইট https://psc.wb.gov.in-এ শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে।
আরও পড়ুন- NTPC সহকারী এক্সিকিউটিভ নিয়োগ 2024 – 223টি শূন্যপদ, যোগ্যতা, অনলাইনে আবেদন পদ্ধতি দেখে নিন
পদটির জন্য আবেদন করার আগে, প্রার্থীদের একই ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের নিবন্ধন করতে হবে। যারা ইতিমধ্যে একই ওয়েবসাইটের (অর্থাৎ https://psc.wb.gov.in.) মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন তাদেরও নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে।
শূন্যপদ, বয়সসীমা, যোগ্যতা, বেতনের স্কেল, শেষের তারিখ ইত্যাদি সংক্রান্ত বিশদ তথ্য কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে: https://psc.wb.gov.in-এ 05.04.2024 থেকে।
ওয়েবসাইট - psc.wb.gov.in
পাবলিক সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ
161A, S.P. মুখার্জি রোড, কলকাতা - 700 026
নির্দেশমূলক বিজ্ঞাপন নং. 06/2024