Kolkata Police Recruitment: 225টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত

 Chakrir Prostutikolkata police data entry operator


Kolkata Police Data Entry Operator Recruitment 2024 : 

কলকাতা পুলিশের তরফ থেকে 225 শূন্যপদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।22/07/2013 তারিখের G.O. নং 5859-F(Y) সম্মতিতে কলকাতা পুলিশে অস্থায়ী ও চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে।

বিস্তারিত জানবো আজকের প্রতিবেদনে। তাই আর দেরি না করে সম্পূর্ণ পোস্টটি পড়ে ফেলো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো।

Kolkata Police Data Entry Operator Recruitment 2024 : 

ইতিমধ্যে কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি অপারেটর বিভাগে নতুন শূন্য পদের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

শূন্য পদ সংখ্যা আনুমানিক ২০০ কাছাকাছি। যেকোনো ভারতীয় নাগরিক এখানে আবেদন করতে পারবে। পুরুষ মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই আবেদনযোগ্য। বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল।


পদের নাম

কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি অপারেটর।

আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা

  1. এই পদে আবেদনের জন্য চাকরির প্রার্থীদের স্নাতক স্তরে পাস করতে হবে। 
  2. লেখা এবং পড়ার ভালো দক্ষতা থাকতে হবে।
  3. কম্পিউটার টাইপিং ভালো জানতে হবে।
  4. পশ্চিমবঙ্গের যে কোন জেলার বা সর্বভারতীয় স্তরের যে কেউ হতে পারে।

মোট শূন্যপদ

২২৫ টি। (UR- ১০০ টি, SC- ৫০ টি, ST- ১৪ টি, OBC- ৩৮ টি, EWS- ২৩ টি।

আরও পড়ুন- রাজ্যে সরাসরি লাইব্রেরিয়ান নিয়োগ চলছে, তাড়াতাড়ি আবেদন পদ্ধতি দেখে নিন 

মাসিক বেতন

এই পদে কর্মরত প্রার্থীকে মাসিক ১৬,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

বয়সসীমা

কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি পদে আবেদনের জন্য বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য সরকারি ক্ষেত্রে নিয়োগের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

আরও পড়ুন- NTPC সহকারী এক্সিকিউটিভ নিয়োগ 2024 – 223টি শূন্যপদ, যোগ্যতা, অনলাইনে আবেদন পদ্ধতি দেখে নিন  

আবেদন পদ্ধতি

  1. আবেদন করার জন্য অনলাইন পোর্টালে যেতে হবে। 
  2. প্রয়োজন একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি। এছাড়া অন্যান্য তথ্য সমগ্র।
  3. অনলাইন আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যগুলি নির্ভুল ভাবে পূরণ করে জরুরি নথিপত্রগুলি আপলোড করে দেবেন।
  4.  আবেদন পত্রটি সাবমিট করার পূর্বে ভালো করে যাচাই করে নেবেন তারপর সাবমিট করবেন।
আবেদন করার জন্য 👉এই লিঙ্কে ক্লিক করুণ- 

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন